Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পদ্মা সেতু: বরিশালের মানুষের হাতের মুঠোয় এখন ঢাকা
    জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ স্লাইডার

    পদ্মা সেতু: বরিশালের মানুষের হাতের মুঠোয় এখন ঢাকা

    জুমবাংলা নিউজ ডেস্কJune 17, 20223 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আর বহুল প্রত্যাশিত এই সেতুর কল্যাণে বরিশাল জেলায় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে একটি বড় মাপের বিপ্লব ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।

    পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বরিশালের সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তারা বুনতে শুরু করেছেন নতুন-নতুন স্বপ্নের বীজ।

    বরিশাল জেলার একাধিক ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী, খামারী ও প্রান্তিক কৃষক সূত্র জানায়, পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন পেশার মানুষ একটু একটু করে স্বপ্ন বুনতে শুরু করেছে। কৃষির সঙ্গে জড়িত প্রান্তিক কৃষক, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও খামারিরা। পাশাপাশি বেশ বড় মাপের বিনিয়োগ করেছেন আগ্রহী পরিবহন ব্যবসায়ীরা। পদ্মা সেতু উদ্বোধনের পূর্বেই বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে জেলার ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারা। কারণ পদ্মা সেতু উদ্বোধনের পরপরই যাতে এর সুফল নিজেদের ঘরে আসে।

    এছাড়া, বরিশাল বিভাগ নদী মাতৃক এলাকা বলে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগটা ছিল ধীরগতি। বর্তমানে পদ্মা সেতু নির্মাণের কারণে বরিশালের মানুষের হাতের মুঠোয় চলে এসেছে ঢাকা।

    বরিশাল থেকে ঢাকার যাত্রাবাড়ীর দূরত্ব প্রায় ১৮৭ কিলোমিটার। এই সড়ক পাড়ি দিতে এখন সময় লাগে ছয় থেকে আট ঘণ্টা। কোনো কোনো সময় তারও বেশি বেশি সময় ব্যয় হত বরিশাল থেকে ঢাকা পৌঁছাতে। শুধুমাত্র ফেরিতে উঠতে গিয়েই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হতো। ভোগান্তির শেষ ছিল না। একইভাবে পণ্যবাহী যানবাহনগুলোকেও ফেরিঘাটে বসে থাকত হতো ২-৩ দিন। কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার ফলে এই সময় এখন কমে আসবে সাড়ে তিন থেকে চার ঘণ্টায়। একই সঙ্গে দীর্ঘকালের দুর্ভোগেরও ইতি ঘটবে।

    এ ব্যপারে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি সাইদুর রহমান রিন্টু, পরিচালক মনিরুল ইসলাম মনি ও বিশ্বজিৎ ঘোষ বিষু বলেন, বরিশাল বিসিক শিল্প নগরীর প্লটের চাহিদা ও দাম দুটোই আরো বেড়ে যাবে। অনেক উদ্যোক্তারা বরাদ্দ নেয়া প্লটে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। বরিশাল অঞ্চলের কৃষিপণ্যে ব্যাপকভাবে লাভবান হবেন কৃষক ও কৃষি ব্যবসায়ী। বরিশালের সনামধন্য পেয়ারা, আমড়া, চালতা, কাঁচা সব্জী, গরুর দুধ, গৌরনদীর দই, ইলিশ মাছসহ বিভিন্ন প্রকার দ্রব্য পেয়ে যাবে দ্রুত যোগাযোগ ও পরিবহন সুবিধা।

    এ ব্যপারে বরিশাল বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মো. গোলাম রসূল (রাসেল) বলেন, বিসিক কর্তৃপক্ষ আশা করছেন খুব দ্রুতই বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে। উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে একটি বড় মাপের বিপ্লব ঘটবে।

    তিনি বলেন, বরিশাল অঞ্চলের চিকিৎসা থেকে আরম্ভ করে ব্যবসা-বাণিজ্য সব কিছুতে আসবে গুণগত পরিবর্তন।

    এ বিষয়ে আলাপকালে বরিশাল অমুত লাল দে মহাবিদ্যাল’র অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহবুবুল হক বলেন, পদ্মা সেতু ছিল দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই সেতুটি আজ বাস্তবায়িত হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। আমি প্রথমই তাকে ধন্যবাদ জানাবো।

    তিনি বলেন, এ ধরনের সেতু যে কোন দেশ বা অঞ্চলের জন্য আর্শিবাদ বয়ে আনে। সত্যিকার অর্থে সেতুটি নির্মানের কারনে দক্ষিণাঞ্চলসহ দেশের ২১ টি জেলার অর্থনীতির উপর বিশাল বড় একটি (পজেটিভ) প্রভাব পড়বে। কারণ একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে শ্রম, মুলধন ও ভূমি। শ্রম যত দ্রুত চলাচল করবে দেশ ততো এগিয়ে যাবে। তাই পদ্মা সেতু অর্থনীতির চাকাকে অবশ্যই তরান্বিত করবে।

    এ প্রসঙ্গে আলাপকালে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য আত্মবিশ্বাস ও দূরদর্শী পরিকল্পনার ফসল। স্বপ্নের এই পদ্মা সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখবে।

    তিনি বলেন, দেশের এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রকারীদের ব্যর্থ করে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ প্রকল্প যেভাবে বাস্তবায়ন করেছেন তা ভবিষ্যত প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি বাঙালি জাতি ও বাংলাদেশের গর্ব।

    তিনি আরো বলেন, পদ্মা সেতু বরিশাল অঞ্চলের মানুষের কাছে স্বপ্নের মতো। আশা করি আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল অঞ্চল থেকে বাস ও লঞ্চযোগে ১ লাখ মানুষ অংশ গ্রহণ করবে।-বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    এখন জাতীয় ঢাকা পদ্মা বরিশাল বরিশালের বিভাগীয় মানুষের মুঠোয় সংবাদ সেতু স্লাইডার হাতের
    Related Posts
    উপজেলা আমির

    খুলনা থেকে সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

    July 19, 2025
    জামায়াত ইসলামী

    ৩ লঞ্চে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে পটুয়াখালী থেকে সমাবেশের পথে জামায়াত ইসলামী

    July 19, 2025
    পূর্ণ

    ফজরেই পূর্ণ হয়ে গেছে জামায়াতের সভাস্থল

    July 19, 2025
    সর্বশেষ খবর
    নীলা ইসরাফিল

    এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল

    ইন্টারভিউতে বলার মতো স্কিল

    ইন্টারভিউতে বলার মতো স্কিল: সাফল্যের চাবিকাঠি

    বৃষ্টি

    বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

    নতুন স্কিল

    নতুন স্কিল শেখার ফ্রি রিসোর্স: শুরু করুন আজই!

    পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ

    পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা

    অনুপ্রবেশকারীদের জায়গা ভারতে নেই

    অনুপ্রবেশকারীদের জায়গা ভারতে নেই: মোদি

    সস্তা ফ্লাইট

    সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে!

    প্লাস্টিকের পরিবর্তে নতুন উপাদান উদ্ভাবন

    প্লাস্টিকের পরিবর্তে নতুন উপাদান উদ্ভাবন করলেন বাংলাদেশি গবেষক

    সিগারেট ও মোবাইল

    চট্টগ্রামে দুবাইফেরত ৩ যাত্রীর ব্যাগে মিলল ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল

    উপজেলা আমির

    খুলনা থেকে সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.