জুমবাংলা ডেস্ক : বরিশালে বিএনপির সমাবেশে এসে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ও দলের আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাকে ফেরি পার হতে বাধা দেওয়া হয়েছে। গাড়ি আটকে দেওয়া হয়েছে। বরিশালে এসেও পুলিশের বাঁধার মুখে পড়তে হয়েছে। দেশে যে গণতন্ত্র নেই এটাই তার প্রমাণ।
বৃহস্পতিবার বিকালে নগরীর জিলা স্কুল মাঠে দলের বরিশাল বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তারা। সিটি নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সিটি নির্বাচনে মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এতে সভাপতিত্ব করেন।
ইশরাক হোসেন তার বক্তৃতায় বলেন, রাজনৈতিক জীবনে আজ প্রথম ঢাকার বাইরে কোনো সমাবেশে অংশ নিতে এসে পথে পথে বাধার সম্মুখীন হয়েছি। আমাকে ফেরি পার হতে বাধা দেওয়া হয়েছে। গাড়ি আটকে দেওয়া হয়েছে। বরিশালে এসেও পুলিশের বাঁধার মুখে পড়তে হয়েছে। দেশে যে গণতন্ত্র নেই এটাই তার প্রমাণ। এখন সবার আগে পঞ্চদশ সংশোধনী বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।