জুমবাংলা ডেস্ক : নৌ পথে দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী সব লঞ্চে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। লঞ্চের ইঞ্জিন ও যাত্রীদের নিরাপত্তা সামগ্রী সঠিকভাবে না পাওয়ায় জরিমানা করা হয়েছে তিনটি লঞ্চকে। সতর্ক করা হয়েছে সাতটিকে।

বৃহস্পতিবার বিকালে বরিশাল নদী বন্দরে নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
অভিযানের সময় লঞ্চে মেয়াদ উর্ত্তীন অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া, সঠিকভাবে বয়া না রাখা ও ইঞ্জিনরুমে যথাযথ নিরাপত্তা সামগ্রী না রাখার অপরাধে এমভি সুন্দরবন- ১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত-৭ কে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা-২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে সৈয়দ মোরাদ আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।