Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ৮১ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে দুজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস গণমাধ্যমকে জানান, বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ জন।
তিনি জানান, বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৩ জন, ভোলায় দু’জন, পিরোজপুরে পাঁচ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ছয় জন।
বৃহস্পতিবার করোনাভাইরাসের উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হন এক নারী। পরে তার নমুনা পরীক্ষার জন্য শেবাচিম কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলে রিপোর্টে পজেটিভ আসে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩৬ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ৬৪ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।