স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে ফিকোয়াওকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে ৪ ম্যাচ নিষিদ্ধ হন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার বর্ণবাদী মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন দেশটির তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।
এক রিপোর্টারের গায়ের রঙ নিয়ে রসিকতা করে রোষানলে পড়েছেন তিনি।এ ঘটনায় আফ্রিদি ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়ার হুমকি দিয়েছেন সেই সাংবাদিক।
করাচি টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন আফ্রিদি। প্রথা মেনে পাক প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে আসগর আলী মোবারক নামের এক সাংবাদিককে রসিকতা করে ১৯ বছর বয়সী পেসার বলেন,আপনার ওপর একটু বেশি আলো ফেলুন, যাতে আপনাকে ভালো করে দেখতে পারি।
বিপত্তিটা বেঁধেছে সেখানেই। পরিপ্রেক্ষিতে বেজায় ক্ষেপেছেন সেই ক্রীড়া রিপোর্টার।এতটাই চটেছেন যে সরাসরি স্রেফ জানিয়ে দিয়েছেন, ক্ষমা না চাইলে আফ্রিদিকে উপযুক্ত শিক্ষা দেবেন। দরকার হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি)আদালতে তোলার হুশিয়ারি দিয়েছেন তিনি।
এক ভিডিওবার্তায় আসগর বলেন, এজন্য আফ্রিদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমি তার, পিসিবি এবং এর সঙ্গে জড়িত সবাইকে আদালতে তুলব। আমার সঙ্গে এর আগেও এমন কিছু হয়েছে। সেবারো বিন্দুমাত্র ছাড় দিইনি। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি আদালতে তুলেছি এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেছি। এখনই পাকিস্তানি ক্রিকেটারদের শিক্ষা দিতে হবে। নইলে তারা এসব কাজ করতেই থাকবে।
আফ্রিদি আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন আসগর। তিনি বলেন,আমি প্রশ্ন করার পরই উনি আমার গায়ে আলো ফেলতে বলেন। যেন আমাকে ভালোভাবে দেখতে পান। আমি কালো বলেই এমন মন্তব্য করেছেন এ ক্রিকেটার। এটা বর্ণবাদী আচরণ। কারণ আমার গায়ের রং কালো। এ মন্তব্য করে শাহীন আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডেইলি মেইলে’ কর্মরত আসগর। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে তাকে ‘জোকার’ বলে বিপাকে পড়েন মাইকেল আথারটন। এজন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় ইংলিশ অধিনায়ককে। স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়েছেন আফ্রিদি। সম্ভবত ক্ষমা না চাওয়া থেকে নিস্তার নেই তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।