আন্তর্জাতিক ডেস্ক : বর্ষবরণের রাতে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলার ২৫ কি.মি দূরের পাটালপানিতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাটালপানিতে নিজের ফার্ম হাউসে পরিবারের লোকজনের সঙ্গে পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। সন্ধ্যায় পরিবার ও বন্ধুবান্ধবের কয়েকজনকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন তিনি। এ সময় তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের।
এই দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। ৩১ ডিসেম্বর রাতে তিনি সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন । দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থা আশঙ্কাজনক।
অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, লিফট আছড়ে পড়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
ভারতের শিল্পপতির মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের কন্ট্রাক্টরের বিশাল ব্যবসা রয়েছে। তার কোম্পানি পাথ ইন্ডিয়া সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই বুধবার সকাল থেকে পুনিত আগরওয়ালের ফার্ম হাউসের সামনে লোকজন ভিড় করে। নিরাপত্তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করতে হয়। পুনিত ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র: দা ওয়াল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel