আন্তর্জাতিক ডেস্ক: নববর্ষের এক সপ্তাহ পর বেলজিয়ামে উদ্ভট আয়োজনে বরণ করা হলো ২০২৩ সালকে। বরফশীতল পানিতে সাঁতার কাটলেন ৩ হাজারের বেশি মানুষ। খবর টেলিগ্রাফ ডটকমের।
কনকনে ঠান্ডার মধ্যেই ওসটেন্ড শহরে রাখা হয় এই উৎসব। নর্থ সি’তে ঝাপ দেন উৎসাহী অংশগ্রহণকারীরা। অনেকেই জানান, শীতল পানিতে সাঁতার কাটলে আসে মানসিক প্রশান্তি। তারা আরও বলেন, রক্ত চলাচল স্বাভাবিক এবং চর্মরোগ সারাইয়ের জন্য ঠান্ডা পানি অন্যতম ঔষধ।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এই অনুভূতি অসাধারণ। দারুণ! এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আর অনুভূতিটাও এমন যে, আপনাকেও চেষ্টা করে দেখতে হবে!
এদিকে নেদারল্যান্ডের বর্ষবরণের একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে যেখানে হাজারো মানুষকে বরফশীতল পানিতে সাঁতারে সমুদ্রের দিকে ছুটতে দেখা যাচ্ছে।
WATCH: In other news – Thousands of people took a dip in the North Sea as part of an annual New Year tradition in the Netherlands pic.twitter.com/7gzZSMpbDw
— Reuters (@Reuters) January 8, 2023
তাছাড়া, অনেকেই নিছক আনন্দের জন্য যোগ দেন বিরল এ আয়োজনে। নতুন বছরে সুখ-সমৃদ্ধির প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে থাকে এই সাঁতার আয়োজন।
পাক সেনাপ্রধানের জন্য খুলে দেওয়া হলো পবিত্র কাবার দরজা, ভেতরে পড়লেন নামাজ
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.