লাইফস্টাইল ডেস্ক : শুধু মেয়ে নয়, বর্ষার মরসুমে চুলের যত্ন রাখা উচিত ছেলেদেরও। নয়ত চুল পড়ে যাওয়া বা খুশকির মতো সমস্যায় ছেলেদেরও ভুগতে হবে। চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারাবে।
রূপ বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিতে বাইরে গেলে দরকার কিছুটা সতর্ক থাকা। ছাতা নিয়ে বেরলেও ভিজতে পারে চুল। যাঁরা বাইক চালান, তাঁদের অনেকে ভেজা চুলে হেলমেট পরেন। এতে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে স্কাল্পে। অনেকে চুল বড় রাখতে ভালোবাসেন। কিন্তু চুল খুব বেশি বড় হলে বৃষ্টির দিনে সহজে শুকোবে না। তাই বর্ষায় চুলের ছাঁট বদলে ছোট করে ফেলুন। বৃষ্টিতে ভিজলে দ্রুত মাথা মুছে ফেলা দরকার। সম্ভব হলে অবশ্যই ধুয়ে ফেলুন। বর্ষায় মাথার খুশকি তৈলাক্ত হয়। বৃষ্টিভেজা চুলের জন্য গরম তেল মালিশ খুবই ভাল। স্কাল্পে আঙুল দিয়ে ঘষে গরম তেল মালিশ করুন। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় গরম ভাপ নিন। সপ্তাহে দু’তিনবার শ্যাম্পু করা উচিত।
চুল ভাল রাখতে ব্যবহার করতে পারেন প্যাকও:
১) এক চামচ ভিনিগারের মধ্যে হাফ কাপ টক দই ও একটি ডিম দিয়ে মিশিয়ে শুকনো চুলে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।
২) চুলের যত্নে মাসে দু’বার মেহেন্দিপাতা বেটে রস বের করে মাথায় লাগিয়ে নিন। একইভাবে পেঁয়াজের রস বা লেবুর রস আধঘণ্টা মাথায় রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া কমবে। চুলের গোড়াও মজবুত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।