ঘোড়ায় চড়ে বর, পালকিতে করে শ্বশুরবাড়িতে এলেন বধূ
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর কালুখালীতে ঘোড়ায় চড়ে বর রাসেল আহম্মেদ (৩৩) ও পালকিতে করে শ্বশুরবাড়িতে এসেছেন নববধূ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল আহম্মেদ রাজবাড়ীর জেলা পরিষদ সদস্য ও উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানান, জেলা পরিষদ সদস্য রাসেল আহম্মেদ ঘোড়ায় চড়ে তিন শতাধিক বরযাত্রী নিয়ে বউ আনতে যান। এ সময় ব্যান্ডপার্টি, মোটরসাইকেল শোভাযাত্রাসহ তার সঙ্গে থাকা বরযাত্রীরা নেচে-গেয়ে আনন্দ করতে করতে কনের বাড়িতে যান। ব্যতিক্রমী এ বরযাত্রা দেখতে সড়কের পাশে ভিড় করে মানুষ।
এ বিষয়ে বরের ভাই সোহেল মোল্লা জানান, পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন করা হয়েছে। আমাদের ইচ্ছে ছিল বড় ভাই বিয়ের সময় (বর) ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যাবে। সে ইচ্ছে পূরণ হয়েছে আমাদের। ভাই ঘোড়ায় চড়ে গেলেও ভাবিকে আনতে পালকি নেওয়া হয়। তাদের বিয়ে হয় বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।