বলিউডের এই সুন্দরীকে ভালবাসতেন করণ জোহার, পরিচয় জানলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক হলেন করণ জোহর। তবে পরিচালনার পাশাপাশি অভিনয় এবং সঞ্চালনা করতে দেখা গিয়েছে করণকে। তার পরিচালনায় নির্মিত বহু ছবি দর্শকদের মনজয় করেছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাকে কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি।

তবে খুব শীঘ্রই তাকে আবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে তার কর্ম জীবনের মতো তার ব্যক্তিগত জীবনও দর্শকমহলে যথেষ্ট চর্চিত। বিশেষ করে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও কখনও প্রকাশ্যে এই বিষয়ে নিয়ে কথা বলেননি তিনি।

তবে এবার নিজের ৫১ তম জন্মদিনে তার স্বপ্নের নায়িকার নাম প্রকাশ্যে এনেছেন তিনি। তার প্রিয় এই সুন্দরী নায়িকা এক সময় বলিউডের ছবিতেও অভিনয় করেছে। যদিও এখন নয়, অনেক ছোটবেলায় করণ‌ এই নায়িকার প্রেমে পরেছিলেন তিনি।

বর্তমান সময় এই নায়িকাকে বলিউডের ছবিতে আর দেখা যায় না কিন্তু তাও করণ আজও ভালোবাসে এই নায়িকাকে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে করণ জোহরের প্রিয় এই অভিনেত্রী কে? আসলে করণ জোহরের এই প্রিয় নায়িকা কিন্তু এখন এক জনপ্রিয় অভিনেতার স্ত্রী।

জনপ্রিয় এই নায়িকার নাম হল টুইঙ্কেল খান্না। বর্তমানে অভিনেতা অক্ষয় কুমার এর স্ত্রী হলেন তিনি। তবে ছোটবেলায় করণের প্রিয় বন্ধু ছিলেন টুইঙ্কেল। এক সময় একই বোর্ডিং স্কুলে পড়তেন তারা দুজনে। সেই সময় প্রথম দেখাতেই টুইঙ্কলের প্রেমে পরেছিলেন করণ।

করণ টুইঙ্কলকে এতটাই ভালবাসতেন যে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির টিনা চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে টুইঙ্কল খান্নাকে বলেছিলেন তিনি। কিন্তু টুইঙ্কল তার প্রস্তাবে রাজি হননি বলে এই ছবিতে টিনা চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। তার এই প্রত্যাখ্যানের পর ভেঙে পড়েছিলেন করণ জোহর। এরপরেই টুইঙ্কল বিয়ে করেছিলেন অক্ষয়কে।