বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে এরইমধ্যে একযুগ পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। দীর্ঘ এই যাত্রায় নানা উত্থান-পতন দেখেছেন এই তারকা। সব কিছু পেরিয়ে নিজের শক্ত অবস্থানও তৈরি করেছেন। তবে যাত্রা শুরুর সময় থেকে এখন বলিউডের অনেককিছুর পরিবর্তন হয়েছে বলে মনে করছেন তিনি।
নারী অভিনেত্রীদের ক্ষেত্রে সেই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন শ্রদ্ধা।
তিনি বলেন, ‘এখন বেশিরভাগ সিনেমাতেই দেখা যায় অভিনেত্রীরা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। শুধু নারীর নামে সিনেমার শিরোনাম নয়, গল্পগুলোও নারীকে কেন্দ্র করে লেখা হচ্ছে। গল্পের গভীরতা এতটাই থাকে যে, সমাজে তার প্রভাবও লক্ষ্য করা যায়। সব মিলিয়ে আমি বলবো, ভারতীয় সিনেমায় নারীদের সুদিন চলছে। তবে এমন সময়েও ক্যারিয়ারে নিজের পরিবর্তন ছাড়া অবস্থান ধরে রাখা সম্ভব নয় বলে মনে করেন শ্রদ্ধা।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে নিজেকে সর্বদা পরিবর্তন ও বিকশিত করা, নতুন কিছু শেখা এবং কোন কাজ থেকে দূরে থাকা উচিত সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি শুরু থেকেই এই চেষ্টা করছে। হয়তো অনেকটা সফলও হয়েছে। যা ভক্তদের ভালোবাসা প্রমাণ করে। আমিও সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার পাশাপাশি সবাইকে ভালো রাখতে এবং ভিন্নধর্মী কিছু কাজ উপহার দিতে।’
উল্লেখ্য, শিগগিরই শ্রদ্ধাকে দেখা যাবে ‘নাগিন’, ‘চালবাজ ইন লন্ডন ও নির্মাতা লুভ রঞ্জনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।