Views: 29

Coronavirus (করোনাভাইরাস) বিনোদন

বলিউডে ফের করোনার থাবা, এবার আক্রান্ত দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক: এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন । সকালেই খবর পাওয়া গিয়েছিল, কোভিডে আক্রান্ত হয়ে তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বড় মেয়ে দীপিকার করোনার কবলে পড়ার খবর আসে।

জানা গেছে, আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন তাঁর পরিবারের সঙ্গে। খবর জিনিউজের।

মঙ্গলবার দুপুরেই খর হয় দীপিকার পুরো পরিবার কোভিড আক্রান্ত । কয়েক দিন আগে বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন, তাঁর স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশার করোনার উপসর্গ দেখা গিয়েছিল।

সংবাদ সংস্থা পিটিআই-কে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেছেন, ‘ পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। আইসোলেশনেই ছিলেন তাঁরা। প্রকাশের জ্বর না কমায় গত শনিবার হাসপাতালে ভর্তি করতে হয়।‘ তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এমনটাই জানান প্রকাশের দীর্ঘদিনের বন্ধু। দিন তিনেকের মধ্যেই সম্ভবত প্রকাশ পাড়ুকোনকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

বলিউড সূত্রে খবর, গত মাসে মুম্বই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরপরই মুম্বই বিমানবন্দরে দেখতে পাওয়া যায় দীপ-বীরকে। দীপিকার পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে কিছুদিনের জন্য সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে করোনার কবলে দীপিকা সহ গোটা পাড়ুকোন পরিবার।

Share:আরও পড়ুন

চলমান লকডাউনের ব্যাপারে ৭ দিন পর সিদ্ধান্ত

rony

ঈদের পর টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্তও দ্বিগুণ

rony

‘মিস ইউনিভার্স’ হলেন সফটওয়ার ইঞ্জিনিয়ার আন্দ্রেয়া মেজা

mdhmajor

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু

rony

ভারতে একলাফে অনেকটা কমল আক্রান্তের সংখ্যা, মৃত ৪১০৬

mdhmajor

দেশে প্রথমবারের মতো করোনার ভারতীয় ভেরিয়েন্টে মৃত্যু

rony