বিনোদন ডেস্ক: রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। দ্বিতীয় শনিবার সিনেমার ব্যবসা বেড়েছে ৬৫-৭০ শতাংশ। সেই সঙ্গে অর্জন করে নিয়েছে ‘হিট’ তকমা। আয়ের দিক থেকে ‘কাশ্মীর ফাইলস’কে হারিয়ে এটি এখন চলতি বছরের সবচেয়ে সফল ছবি।
বলিউডের এই দুর্দিনে বড় বাজেটের ‘ব্রহ্মাস্ত্র’-এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতা-প্রযোজকরা। এই ছবির ভাগ্যের সঙ্গে জুড়ে ছিল রণবীরের ক্যারিয়ারের ভবিষ্যতও। সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ছবিটি শুধু ভারতেই সব ভাষা মিলে ব্যবসা করেছে ২০০ কোটি রুপির বেশি। পুরো বিশ্বে এই ছবির আয় ৩৫০ কোটির কাছাকাছি। ‘কাশ্মীর ফাইলস’ বিশ্বব্যাপী আয় করেছে ৩৪০ কোটি রূপি।
ছবির ব্যবসা দেখে বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন চলতি সপ্তাহে শুধু ভারতেই এই ছবির আয় ছাড়াবে ৩০০ কোটি রূপি।
বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। প্রায় ৮ বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্স ব্যবহার করায় ছবিটির প্রথম পার্টে খরচ হয়েছে ৪১০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। ধারনা করা যাচ্ছে, এর দ্বিতীয় পার্টেও নানান চমক থাকবে।
সূত্র: বলিউড লাইফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।