বলিউডের অতি পরিচিত মুখ অদিতি রাও হায়দারি। নিজের মার্জিত ভাবমূর্তির জন্য তার ভক্ত সংখ্যাও অনেক। তাই তো বর্তমানে বলিউডে পোক্ত অবস্থানেই রয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু একটাসময় চারপাশে কোনো নিরাপত্তারক্ষী থাকত না অদিতির। আর পাঁচজন সাধারণ নারীর মতোই ছিল তার চলাফেরা। তাই রাস্তাঘাটে এক আপত্তিকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনিও; যে ঘটনা এখনও তাড়া করে বেড়ায় অদিতিকে।
ট্রেনে-বাসে বা রাস্তাঘাটে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রায় অসংখ্য নারীর রয়েছে। কিন্তু অদিতি রাও হায়দারি মন্দিরের মতো একটি স্থানে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তখন অদিতির বয়স মাত্র ১৫। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।
কেরালার এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরে একটি নিয়ম ছিল, শাড়ি পরেই নারীরা প্রবেশ করতে পারবেন সেখানে। অদিতির কথায়, ‘আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরালার একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সকলেই শাড়ি পরে মন্দিরে পুজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম।’
অভিনেত্রী বলেন, ‘হঠাৎ মনে হল কেউ আমার পেটে হাত দিচ্ছে। পর পর তিন চার বার সেই স্পর্শ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তারপরে ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, “কী করেছি আমি!” লোকটাকে সেই দিন এমন শিক্ষা দিয়েছিলাম, ওর সারা জীবন মনে থাকবে।’
অদিতিকে অভিনয়ে শেষ দেখা গেছে সঞ্জয় লীলা বানশালীর ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে। সেই সিরিজে তা অভিনীত বিব্বোজান নজর কেড়েছিল দর্শকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।