বিনোদন ডেস্ক : ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার কাছে মাঝেমধ্যে বাণিজ্যিক সিনেমার প্রস্তাবও নাকি আসে বলে সদ্য দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নাদিয়া। কিন্তু রাজি হন না।
অভিনেত্রী এমন দাবিও করেন, বলিউড থেকেও প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু সে প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন! যে বলিউডে কাজ করার স্বপ্ন উপমহাদেশের সব শিল্পীরাই দেখেন, সেই ইন্ডাস্ট্রি থেকে প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন নাদিয়া?
জবাবটাও খুব পরিষ্কার করেই দিয়েছেন এই অভিনেত্রী। নাদিয়া বলেন, ‘বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, করিনি।
কিন্তু কেন? নাদিয়া বলেন, ‘নিজের মধ্যে রেসট্রিকশন তৈরি হয়েছিল। চিত্রনাট্য পড়েছি, সবকিছুই মোটামুটি। তবে বাংলাদেশকে ছোট করা হয়েছে। তাছাড়া চরিত্রটাও বোল্ড। এটার জন্য সাহস লাগবে। চরিত্রটার জন্য নাদিয়া প্রস্তুত না। এর চেয়ে বেটার কাউকে নেন।’
ফিল্মি ভাষার বোল্ড চরিত্রকে সোজা বাংলায় খোলামেলা চরিত্রকে বোঝায়। অর্থাৎ, যেসব চরিত্রে অভিনেত্রীকে সাধারণত খোলামেলা কোনো পোশাক পরতে হয়, নয়তো খুবই ঘনিষ্ঠ কোনো দৃশ্যে অভিনয় করতে হয়। সেটা হতে পারে চুমু কিংবা যৌনমিলন।
কিন্তু নাদিয়া তাতে রাজি হননি। বিশাল ভরদ্বাজের এই ‘খুফিয়া’ ছবির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল বাংলাদেশি আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেও। কিন্তু ছবির গল্পে বাংলাদেশকে ছোট করা হয়েছে উল্লেখ করে মিমও প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পরে বিশাল ভরদ্বাজ যোগাযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে। তিনি অবশ্য ফেরাননি। দেশকে ছোট করা হয়েছে কী হয়নি, তাও ভাবেননি। রাজি হয়ে যান ‘খুফিয়া’য় অভিনয়ের জন্য। নির্মাণ শেষে গত ১২ এপ্রিল ছবিটি নেটফ্লিক্সে মুক্তিও পায়।
এদিকে, শুধু বলিউড নয়, দেশের বাণিজ্যিক ছবিতে অভিনয়ের জন্যও তিনি প্রস্তুত নন বলে সাক্ষাৎকারে জানান ছোটপর্দার তারকা নাদিয়া। বলেন, ‘বাণিজ্যিক সিনেমার প্রস্তাব প্রায়ই আসে। তবে আমি প্রস্তুত না। অনেক টাকাপয়সা উপার্জন করতে হবে— এমন কোনো লক্ষ্য আমার নেই। অভিনয়টা আমার প্যাশন, ভালো লাগে বলে করি।’
গত কয়েক বছর ধরে প্রতি ঈদেই নাদিয়ার বেশ কিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়। তবে এবার ঈদে তাকে সেভাবে দেখা যায়নি। এর কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভারতে আমার চিকিৎসা চলছিল, অস্ত্রোপচার করাই। পরে ঢাকায় ফিরে বিশ্রামে ছিলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।