বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে বলিভিয়া বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে সেলেসাওদের ১-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে। এই ম্যাচে হারেরলা পাজে স্টেডিয়ামের বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির শাউদ।
শুধু অসন্তোষ করেই থেমে থাকেননি তিনি, মাঠে বল বয়, নিরাপত্তা কর্মী, রেফারি ও খেলার পরিবেশ নিয়ে একটি অভিযোগ পত্র তৈরি করছেন সামির। যেটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল) প্রদান করবেন তিনি।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ওগ্লোবো।
অভিযোগ পত্রের বিষয়ে সামির বলেন, এমন পরিস্থিতি আমরা আগে কখনও দেখিনি। খেলা ছিল সম্পূর্ণ অখেলোয়াড় সুলভ। ফিফা ও কনমেবলকে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে।
অভিযোগের মূল বিষয়সমূহ নিচে দেওয়া হলো—
স্টেডিয়ামে উপস্থিত বল বয়রা ইচ্ছাকৃতভাবে খেলার গতি নষ্ট করেছে বলে দাবি করেছে ব্রাজিল। বল মাঠের বাইরে গেলে দ্রুত ফেরত না দিয়ে দেরি করেছে, এমনকি কখনও কখনও বল লুকিয়ে রাখা হয়েছে।
সিবিএফ অভিযোগ তুলেছে ম্যাচ চলাকালে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেনি। খেলার পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত কন্ট্রোল নিশ্চিত করা হয়নি।
ব্রাজিলের পক্ষ থেকে রেফারিদের সিদ্ধান্ত নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পক্ষপাতমূলক ছিল।
লা পাজের উচ্চতা ও মাঠের অবস্থা নিয়েও আপত্তি তুলেছে ব্রাজিল। তাদের মতে, এসব কারণে খেলার স্বাভাবিক ধারায় ব্যাঘাত ঘটেছে।
অভিযোগগুলো এখন আনুষ্ঠানিক নথি আকারে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। অভিযোগ গৃহীত হলে ফিফা ও কনমেবল তদন্তে নামতে পারে এবং প্রমাণ মিললে বলিভিয়া বড় শাস্তির মুখে পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।