স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেই নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চিলি। আগের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তারা জয় পেয়েছে ১-০ গোলে।
স্কোরলাইন দেখে অবশ্য ঠিক বোঝার উপায় নেই ম্যাচে কতটা দাপুটে ফুটবল খেলেছে মার্টিন লাসার্তের দল। তবে কাজের কাজ গোল মাত্র একবারই করতে পেরেছে তারা।
এরেনা পান্তানাল স্টেডিয়ামে চিলির পক্ষে জয়সূচক গোলটি করেছেন বেন ব্রেরেটন। ম্যাচের দশ মিনিটের মাথায় এডুয়ার্ডো ভার্গাসের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন ব্রেরেটন। এই এক গোলই এনে দিয়েছে চিলির প্রথম জয়।
পুরো ম্যাচে অবশ্য আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছে তারা। অন্তত ১১টি শট তারা রেখেছিল লক্ষ্য বরাবর। কিন্তু ব্রেরেটনের গোলের পর আর খুঁজে পায়নি জালের ঠিকানা। ফলে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এ জয়ের পর বি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল চিলি। তবে দিনের অন্য ম্যাচে উরুগুয়েকে একই ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।
চিলির পরবর্তী ম্যাচ আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়, প্রতিপক্ষ উরুগুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।