বসুন্ধরা গ্রুপের সহায়তায় বন্যার্তদের খাদ্য-ওষুধ পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীরা

জুমবাংলা ডেস্ক : বৃষ্টি মাথায় নিয়ে, হাটু ও কোমর পানিতে নেমে নোয়াখালীতে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বন্যার্ত অসহায় মানুষদের ঘরে ঘরে ডিঙ্গি নৌকা দিয়ে খাদ্য ও ওষুধ পৌঁছে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা।

এদিকে দুর্গত এলাকার পানিবন্দি মুসলমানের পাশাপশি হিন্দু পরিবারও আশ্রয় নিয়েছে মসজিদে। তারাও বসুন্ধরা গ্রুপের ত্রাণ হাতে পেয়েছে।

সোমবার সকাল থেকেই নোয়াখালী সদরের বিভিন্ন এলাকায়, বেগমগঞ্জ ছয়ানি, রাজগঞ্জ, চৌমুহনির জমিদার হাঁটের কুতুবপুর ইউনিয়নের শতাদিক বাড়িতে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় ও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বসুন্ধরা গ্রুপের কর্মী, নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মিডিয়া সমন্বয়ক মাসুদ রানা এবং নোয়াখালী চৌমুহনির জমিদার হাঁট কুতুবপুর ইউনিয়নের রাফি, রায়হান, ইসহাক, শিক্ষার্থী হাসান মাহমুদ প্লাবন, ফরহাদ হোসেন, সামাইন মোহাম্মদ চৌধুরী, তাহিন আহমেদ, অনুসহ আরও অনেকে অংশ নিয়েছেন।

এর আগে রবিবার দিবাগত রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য খাদ্য ও ওষুধ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ঢাবিতে গণত্রাণ কর্মসূচি চারদিনে মোট সংগ্রহ ৫ কোটি ২৩ লাখ, ব্যয় ৩০ লাখ ১২ হাজার