ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।
আজ সোমবার ১৩ মার্চ সন্ধায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে করে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশাদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুপ্ত আহত হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধায় ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন সাধারন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো- এ ঘটনার সুষ্ঠু বিচার, সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এলাকায় মেয়েদের ছবি তুলাকে কেন্দ্র করে আকাশ নামের এক বহিরাগতর সাথে জিসাত ও সুপ্ত’র কথা-কাটাকাটি হয়। সেসময় বহিরাগত ওই ব্যক্তি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাহিরে পেলে দেখে নেবে এমন হুমকি দেন। এ ঘটনার পর জিসাত ও সুপ্ত প্বার্শবর্তী শেখপাড়া বাজারে মোটর সাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চাই। দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চলমান রাখব।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, আমরা বিষয়টা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের সনাক্ত করে ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আন্দোলন এখনো চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।