
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে করোনভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার পর এমতবস্থায় বহির্বিশ্বের সাথে যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করতে গণভবনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
Advertisement
আজ রবিবার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে যান।
এরআগে, আজ বিকালে আইইডিসিআর এক ব্রিফিং-এ বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে।
আইইডিসিআর জানায়, মোট তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মাঝে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন সম্প্রতি ইতালি ভ্রমণ করে দেশে ফিরেছেন।
এসময় তাদেরকে একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানায় আইইডিসিআর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


