নাজিম হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরী খাতুন নির্যাতন ঘটনায় সোমবার বিকেলে জরুরি সিন্ডিকেটে স্থায়ী বহিষ্কার হয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা অন্তরা চৌধুরীসহ অভিযুক্ত পাঁচজন। তবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অভিযুক্ত অন্তরা দাবি করে বলেন ‘আমি নির্দোষ’।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্থায়ী বহিষ্কার করবে এই সংবাদ তো নতুন না। এটা গত দুইদিন আগেই বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান গণমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন। পরে আবার বিভিন্ন চাপ দিয়ে তা তুলে নিয়েছে।’
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু এখনো অফিসিয়ালি চিঠিপত্রের মাধ্যমে কিছু জানতে পারিনি তাই কিছু মন্তব্য করতে পারব না। তবে আমি শুরু থেকেই বলছি ‘আমি নির্দোষ’ এখনো তাই আমার দাবি।’
ঘটনায় অভিযুক্তরা হলেন, শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের সানজিদা অন্তরা চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরি খাতুন নামে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইকোর্ট এবং শাখা ছাত্রলীগসহ পৃথক ৪টি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত শেষে হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়াও হল প্রশাসন ও ছাত্রলীগ তাঁদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।