জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ দলটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিলেট বিভাগের মাত্র দুই জন স্থান পেয়েছেন।

এদিকে বহু আগে মন্ত্রীত্ব ছাড়লেও দলের উপদেষ্টা পরিষদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের স্থান ধরে রেখেছেন। দলের আরেক সম্পাদকমণ্ডলীর সদস্য পদে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি স্থান করে নিয়েছেন। তারা ছাড়া সিলেট বিভাগের আর কোনো নেতার স্থান হয়নি আওয়ামী লীগের সেন্টাল কমিটিতে।
এ দুই পদে আগেও ছিলেন তারা। ফের তাদেরকেই এ দুই পদে নবায়ন করা হয়েছে।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পুনর্বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, দুই দিনের সম্মেলনে আজ শনিবার ছিলো শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনেও অংশ নিচ্ছেন। এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


