Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৯ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ চারটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া ও বাংলাদেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। খবর বিবিসি’র।
খবরে বলা হয়েছে, নতুন ভেরিয়েন্টের করোনাভাইরাসের বিস্তার রোধে এ ব্যবস্থা গ্রহণ করেছে ইংল্যান্ড। আপাতত এই চার দেশকে লাল তালিকায় রেখেছেন তারা।
ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী বা যুক্তরাজ্যের নাগরিকত্বপ্রাপ্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তাদের যুক্তরাজ্যে প্রবেশের পর নিজ খরচে ১০ দিন সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।