আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন প্রজাতির প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে তুরস্ক। সোমবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
বাকি দেশগুলো হলো ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেপাল, ও শ্রীলঙ্কা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুরস্কের সঙ্গে এসব দেশের বিমান চলাচল বন্ধ থাকবে।
সূত্র : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।