জুমবাংলা ডেস্ক : আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বন্ধ ছিল। তবে দক্ষ শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে বাজার আবার চালু হচ্ছে। জার্মানিতেও ১ হাজার জার্মান ভাষায় দক্ষ নার্স নেবে। তবে তাদের দক্ষ হতে হবে। জাপানেও পাঠানোর চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, যারা ফ্রি ভিসায় বিদেশ যাচ্ছেন তারা নানা সমস্যায় পড়ছেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রতারক ও দালাল চক্রের থেকে বিদেশগামীদের রক্ষা করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দালালদের আইনের আওতায় আনার ওপর জোরও দেন তিনি। অভিভাবকদের দালাল চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানা তিনি। ইউনিয়ন পর্যায়ে থেকে বিদেশগামীদের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে নানা দেশে যাবার জন্য আবেদন করতে পারবেন। শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খোলার ওপর জোর দেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



