জুমবাংলা ডেস্ক: আগামী মার্চ থেকে পাঁচ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় কনস্যুলার টিম পাঠাচ্ছে রোমানিয়া।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। উল্লেখ্য, ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী পক্ষে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ থেকে ঝুলে থাকা তিন হাজার ৪০০ ভিসাসহ প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় কনস্যুলার টিম পাঠাবে। দেশটি প্রথম বারের মতো বিদেশে এ ধরনের কনস্যুলার টিম পাঠাচ্ছে।
প্রসঙ্গত, গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।