জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সুদানে শান্তিরক্ষা মিশনে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট।
স্থানীয় সময় সকাল ১১টায় সুদানের দারফুরে বঙ্গবন্ধু ক্যাম্পের ‘বঙ্গবন্ধু গোল চত্বর’ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলফাশের লজিস্টিক বেজের সদর দপ্তর প্রদক্ষিন করে পুনরায় ক্যাম্পে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় সুদানের দারফুরে শান্তিরক্ষায় নিযুক্ত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে শতাধিক সদস্য অংশগ্রহন করেন।
আব্দুল হালিম জুমবাংলাকে জানান, ‘গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে চূড়ান্ত সুপারিশ করায় আমাদের সম্মানিত আইজিপি স্যারের নির্দেশে আমরা এখানে আনন্দ শোভাযাত্রার আয়োজন করি।’
তিনি বলেন, ‘এই লজিস্টিক ক্যাম্পে প্রায় ৩০টি দেশের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী কাজ করে থাকে। মূলতঃ, তাদেরকে জানানোর জন্যই এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।’
অপ্স অফিসার মাসুক মিয়া জানান, ‘আমরা সুদানে শান্তিরক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের এ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের উত্তরণের এই বার্তা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পে কর্মরত অন্যদের জানাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার আনন্দ ৭ মার্চ বিকাল ৩টা থেকে দেশের ৬৬০টি থানায় নানা কর্মসূচির মধ্য দিয়ে একযোগে উদযাপান করেছে বাংলাদেশ পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।