জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন বিশ্বজুড়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি দুই দেশের এবং সারা বিশ্বের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মোদি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী অংশীদারত্বকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের রোল মডেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অবদানকেও প্রধানমন্ত্রী মোদি গভীরভাবে লালন করেন।
তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে উল্লেখ করেন তাঁর শুভেচ্ছা বার্তায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।