Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলাদেশের নামে নকল তৈরি পোশাক রপ্তানির অভিযোগ, উদ্বেগ যুক্তরাষ্ট্রের
    অর্থনীতি-ব্যবসা আন্তর্জাতিক জাতীয়

    বাংলাদেশের নামে নকল তৈরি পোশাক রপ্তানির অভিযোগ, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

    জুমবাংলা নিউজ ডেস্কOctober 1, 2023Updated:October 1, 20234 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক :  বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ পোশাক রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। যেখান থেকে রাজস্ব আয় করে সরকার। এবার বাংলাদেশ থেকে রপ্তানি করা সেই পোশাকের মান নিয়ে অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ বিষয়টি দেশের পোশাক খাতের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশের নামে নকল তৈরি পোশাক নিয়ে অভিযোগ, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

    সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তানে একটি বহুতল মার্কেটের ৬ষ্ঠ ও ৭তম তলায় বিভিন্ন দোকানে নানা ধরনের গার্মেন্টসের পোশাক দেখা যায়। যা দেশের বিভিন্ন গার্মেন্টস থেকে আনা হয়েছে। যেখানে  ছোট-খাটো থেকে বহু পরিচিত সব ব্র্যান্ড রয়েছে।

    মূলত রপ্তানির উদ্দেশে তৈরি কোনো পণ্যের অর্ডার বাতিল কিংবা ত্রুটিজনিত কারণে রপ্তানি সম্ভব না হলে তা কম দামে বিক্রি করা হয়। সেসব পোশাক কিনে নেন এসব দোকান মালিকরা। যা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। আর এই ব্যবসাকে প্রচলিত ভাষায় বলা হয় ‘স্টক লট’।

    খালেক মণ্ডল নামে একজন দোকানি বলেন, কারখানা থেকে এসব পোশাক আনার সময় গায়ে যে ব্র্যান্ডের নাম ও ট্যাগ দেখা যায় তা খুলে ফেলা হয়। যাতে কোম্পানির নাম বা পরিচিত বোঝা না যায়।

    ‘স্টক লট’র নিয়ম অনুযায়ী তা কারখানার ভেতরেই ধ্বংস করার কথা। কিন্তু তা হচ্ছে না। যার প্রমাণ দেশব্যাপী বিভিন্ন এলাকায় এভাবে পোশাকের সচরাচর ব্যবসা।

    অভিযোগ রয়েছে, অর্ডার বাতিল হওয়া এমন পোশাকের কিছু অংশের মান ভালো, যা কেউ কেউ দেশের বাইরে রপ্তানি করছেন। আর বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডগুলো যেটাকে বলছে নকল পণ্য রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।

    দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর’র এক প্রতিবেদন থেকে বাংলাদেশ থেকে নকল তৈরি পোশাক রপ্তানির বিষয়টি প্রকাশ্যে আসে। দেশটি বিভিন্ন গবেষণার বরাতে বলছে, বিশ্বব্যাপী নকল তৈরি পোশাক রপ্তানির মধ্যে শীর্ষ ৫টি উৎস দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ।

    ইউএসটিআর সংস্থার কাছে বাংলাদেশের নকল তৈরি পোশাক নিয়ে অভিযোগটি এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার এসোসিয়েশন (এএএফএ)। এ সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ থেকে ক্রমশ নকল পণ্যের চালান বেড়েই চলছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১২টি দেশে নকল তৈরি পোশাক রপ্তানির চালান ধরা পড়েছে। আর বাংলাদেশ থেকে এসব পোশাক রপ্তানি ২০২২ সালে, আগের বছরের তুলনায় ৫০ শতাংশ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সংগঠনটি নজরদারি তালিকার শীর্ষে বাংলাদেশকে রাখার জন্য সুপারিশ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরকে।

    এএএফএ সংগঠনটি বলছে, ২০২২ সালে মালয়েশিয়া ও ফিলিপাইনে এই দুটি দেশে ১৭টি অভিযানে ১ লাখ ৭৫ হাজার ধরনের নকল পণ্য জব্দ হয়েছে। এর মধ্যে অধিকাংশ পোশাকই বাংলাদেশে উৎপাদিত। এসব পণ্য প্রচলিত সমুদ্র পথে চালান না করে ছোট ছোট আকারে পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।

    এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) জানিয়েছে, তাদের কোনো কারখানা থেকে নকল পণ্য রপ্তানি করা হয় না। বিজিএমইর দাবি, নকল তৈরি পোশাক রপ্তানির ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেনি অভিযোগকারী সংস্থাগুলো।

    বিজিএমইএ’র একজন পরিচালক ফয়সাল সামাদ বলেন, সপ্তাহখানেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর পোশাক মালিকদের সঙ্গে বৈঠক করেছে। তারা নকল তৈরি পোশাক রপ্তানি নিয়ে কোনো অভিযোগ করেনি। আর পোশাক মালিকরা কেন নকল পণ্য রপ্তানি করে নিজেদের সুনাম ও রপ্তানি বাজার নষ্ট করতে যাবে?

    এছাড়া কারখানা থেকে ‘স্টক লট’ বের করা প্রসঙ্গে তিনি বলেন, এটা একদমই অবৈধ। যেসব কারখানা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করে তারা এমনটা নিয়মিত করে থাকে। যদি একটা অর্ডার বাতিল হয়ে যায় তখন তাদের অনুমতি নিয়ে ব্র্যান্ডের লেবেল ফেলে দিয়ে সেটা বাইরে বিক্রি করা যায়। এটা অবৈধ নয়। আর এখান থেকে হয়তো দু-একটা এ রকম হতে পারে, যেগুলো নিয়ম মেনে বাইরে যায়নি হয়তো।

    তিনি আরও বলেন, এছাড়া কেউ যদি স্থানীয়ভাবে নকল পণ তৈরি করে তাহলে সেটার দায় অবশ্যই বিজিএমইএ’র নয়। কেননা, সেটি তো আমাদের সংগঠনের অধীনে নয়।

    ফয়সাল সামাদ বলেন, নকল পোশাক রপ্তানির বিষয়টি যদি প্রমাণ হয়, তাহলে এটা পোশাক রপ্তানিতে ক্ষতিকর প্রভাব ফেলবে। তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক আরোপ বা সতর্কতা আরোপ করা যেতে পারে। এতে তৎপর হতে হবে সরকারকে।

    এদিকে সিপিডি’র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিষয়টি নিয়ে যদি উদ্বেগ চলতেই থাকে তাহলে ব্যবস্থা হিসেবে এ দেশের যেকোনো পণ্যের ক্ষেত্রে রপ্তানি পর্যায়ে নানা শর্ত আরোপ করা হতে পারে। অথবা ওই সব দেশে প্রবেশের সময় চেকিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। আর যদি নকল পণ্য রপ্তানি জোরালোভাবে প্রতিষ্ঠিত হয় এবং পরিমাণে অনেক বেশি হয়, তাহলে কোটা আরোপ, বাড়তি শুল্ক আরোপের মতো বিষয়গুলো যুক্ত হতে পারে।

    এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাদের মন্তব্য পাওয়া যায়নি। আর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অভিযোগ অর্থনীতি-ব্যবসা আন্তর্জাতিক উদ্বেগ তৈরি নকল নামে নিয়ে, পোশাক প্রভা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রপ্তানি রপ্তানির
    Related Posts
    Italy work visa

    এক মাসের মধ্যে ইতা‌লির ওয়ার্ক ভিসার নিষ্পত্তি চায় ভিসা প্রত্যাশীরা

    July 24, 2025
    Khaleda-Zia

    অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

    July 24, 2025
    Bangladesh Bank

    নারী কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক পরিহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

    July 24, 2025
    সর্বশেষ খবর
    saiyaara movie

    Saiyaara Movie Box Office Collection Day 6: Ahaan Panday-Aneet Padda Film Smashes ₹150 Cr Mark, Surpasses Tu Jhoothi Main Makkar

    all of us are dead season 2 cast

    All of Us Are Dead Season 2 Cast: Meet Returning Favorites & New Additions at Seoul University

    Honda CB 125 Hornet

    Honda CB 125 Hornet Launching in India: Full Details, Specs & Price

    Italy work visa

    এক মাসের মধ্যে ইতা‌লির ওয়ার্ক ভিসার নিষ্পত্তি চায় ভিসা প্রত্যাশীরা

    Vivo X200 FE

    Vivo X200 FE স্মার্টফোনে বিশাল ছাড়!

    Court

    যুবদল কর্মীর মৃত্যু: ৫ পুলিশ ও ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    Khaleda-Zia

    অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

    Bangladesh Bank

    নারী কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক পরিহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

    tracless-metro

    পাকিস্তানে প্রথম লাইন ও টিকিটবিহীন মেট্রো, চলবে সৌর বিদ্যুতে

    OnePlus

    দুর্দান্ত ফিচারসহ সদ্য লঞ্চ হওয়া OnePlus স্মার্টফোনে বড় ছাড়!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.