অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে আফগানিস্তান। তবে বাংলাদেশ-আফগানিস্তান এক মাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ক্রিকেটের নতুন পরাশক্তি দলটি।
বাংলাদেশি টপ অর্ডারদের ব্যর্থতায় ১৪৮ রানে ৮ উইকেট হারিয়ে শঙ্কা জেগেছিল দুইশো টপকাতে পারবে তো টাইগাররা। তবে ৯ম উইকেটে মোসাদ্দেক-তাইজুল এর অবিচ্ছন্ন জুটিতে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকেও ম্যাচ জেতা সম্ভব। ক্রিকেটে তো অনেক এমন হয়েছে যে প্রথম ইনিংসে পেছনে থাকার পরেও ম্যাচ জিতেছে। এমন শত শত উদাহরণ আছে ঘুরে দাঁড়ানোর। তো আমরাও আশা করবো যেন এমন কিছুই হয়।’
তিনি আরও বলেন, ‘জয়ের জন্য অবশ্যই আমাদের যে দুই উইকেট আছে, এরা যদি ভালো ব্যাটিং করে আরেকটু এগিয়ে নিতে পারে এবং আমরা পরে ভালো বোলিং করতে পারি।’
শঙ্কার কথা জানিয়ে সাকিব বলেন, ‘তারপরও চতুর্থ ইনিংসে রান তাড়া করতে কঠিন হবে, মোটেও সহজ হবে না এ উইকেটে ওদের স্পিনারদের বিপক্ষে। তবে বিশ্বাস আমাদের ভেতর আছে, যে (জয় পাওয়া) সম্ভব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।