জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের সাথে অংশীদারিত্ব জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
ব্রাসেলসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৈঠক শেষে সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জেনেজ লেনাসির্স বলেন, ‘আমরা দুর্যোগ প্রস্তুতিতে ইইউ-বাংলাদেশ সহযোগিতা জোরদার করার বিষয়ে পারস্পরিক স্বার্থ পূনঃনিশ্চিত করেছি এবং রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমায়ের জনগনের প্রতি মানবিক প্রতিক্রিয়া জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।’
বৈঠকে আন্তর্জাতিক অংশীদায়িত্ব বিষয়ক ইউরোপিয়ান কমিশনার জুট্টা লিনারইকও বাংলাদেশের সাথে সবক্ষেত্রে সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেছেন।
দুই ইউরোপীয় কমিশনার ইইউ’র সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানান পররাষ্ট্রমন্রী ড. হাছান মাহমুদ।
এসময় রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
কোর গ্রুপের মিটিংয়ে সিদ্ধান্ত, মালদ্বীপ থেকে সব সেনা সরাচ্ছে ভারত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।