স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করায় প্রশংসা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুপ্তাকে অভিনন্দন জানিয়ে তার এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য শুভ কামনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার লিখেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন আক্তার সুপ্তা। সুপ্তা ও টিম টাইগার্সকে আন্তরিক অভিনন্দন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ-উল-হাসান লিখেছেন, ‘এমন শিক্ষার্থীর জন্য গর্ব হয়। অভিনন্দন শারমিন আক্তার সুপ্তা!’
পুরুষ ক্রিকেট যখন ধীরে ধীরে তলানীর দিকে নামছে, নারী ক্রিকেট তখন ধীরে ধীরে পাদপ্রদীপের আলোয় উঠে আসছে। গত রবিবার পাকিস্তানের মত শক্তিশালী দলকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে হারানোর পর এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে রীতিমত ইতিহাস সৃষ্টি করেছেন নারী ক্রিকেট দলের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
পুরুষ ক্রিকেট দলে যেমন প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম উঠে আসবে মেহরাব হোসেন অপির, তেমনি নারী ক্রিকেটেও প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে উঠে আসবে শারমিন আক্তার সুপ্তার নাম।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন সুপ্তা। ১১টি বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান তিনি।
এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল সালমা খাতুন এবং রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।
পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে রুমানাও করেছিলেন ৭৫ রান। এ দু’দি ইনিংসই এতদিন ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এবার এ দু’টিকে ছাড়িয়ে শারমিন আক্তার সুপ্তা ছুঁয়ে ফেলেন তিন অংকের ঘর।
বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।