Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলাদেশে এক, পাঁচ, ১০, ২৫ ও ৫০ পয়সার মতো ধাতব মুদ্রার ব্যবহার নেই কেন?
    অর্থনীতি-ব্যবসা

    বাংলাদেশে এক, পাঁচ, ১০, ২৫ ও ৫০ পয়সার মতো ধাতব মুদ্রার ব্যবহার নেই কেন?

    Saiful IslamSeptember 3, 20224 Mins Read
    Advertisement

    মুন্নী আক্তার : বাংলাদেশে এক পয়সার ব্যবহার মনে করতে না পারলেও এক টাকায় চারটি লজেন্স আর আট আনা বা ৫০ পয়সায় আইসক্রিম কেনার অভিজ্ঞতার কথা হয়তো অনেকেই মনে করতে পারেন।

    বর্তমানে এক টাকার চেয়ে কম মূল্যমানের এসব ধাতব মুদ্রার ব্যবহার চোখে পড়ে না বললেই চলে।

    স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম চারটি ধাতব মুদ্রা প্রচলন করা হয়। এগুলো হচ্ছে পাঁচ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা এবং ৫০ পয়সা।

    এর পরের বছর ১৯৭৪ সালে আরেকটি নতুন মুদ্রা সংযোজিত হয় যার মূল্যমান ছিল এক পয়সা।

    এই ধাতব মুদ্রাগুলো এখন একদিকে যেমন মানুষের সংগ্রহে কম রয়েছে, তেমনি এসবের ব্যবহারও কমেছে।

    আগে এসব কয়েন দিয়ে পণ্য কেনা সম্ভব হলেও, এখন সবচেয়ে কম দামের পণ্যটি কিনতে গেলেও দাম পরিশোধ করতে যে পরিমাণ ধাতব মুদ্রা ব্যবহার করতে হবে তা ওজনে বেশ ভারী।

    বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস এন্ড পাবলিকেশন্স বিভাগের যুগ্ম-পরিচালক তানভীর আহমেদ বলেন, শখের বসে অনেকেই ছোট ছোট ধাতব মুদ্রা সংগ্রহ করেন। কিন্তু এগুলোর আসলে তেমন কোন ব্যবহার নেই।

    তাহলে এসব ধাতব মুদ্রা কি এখন অচল?

    ১৯৭২ সালের বাংলাদেশ কয়েনেজ অ্যাক্ট অনুযায়ী, এই ধাতব মুদ্রাগুলো বাতিল বা অচল করা হয়নি এবং এগুলো এখনো চাহিদা অনুযায়ী বিনিময়ের সুযোগ রয়েছে।

    এছাড়া কেন্দ্রীয় ব্যাংকও ধাতব মুদ্রা ব্যবহারে জনগনকে উৎসাহিত করে থাকে।

    কেমন ছিল পয়সাগুলো?
    ১৯৭৩ সালে যে এক, পাঁচ ও ১০ পয়সার কয়েন প্রচলিত হয়েছিল, সেগুলো মূলত অ্যালুমিনিয়ামের তৈরি। অন্যদিকে ২৫ এবং ৫০ পয়সা ছিল ইস্পাতের তৈরি।

    এই সময়ে প্রচলিত এক পয়সায় একদিকে জাতীয় প্রতীক এবং অন্যদিকে লাঙল ও শিল্প চাকার প্রতিকৃতি ছিল।

    ১০ পয়সার একদিকে জাতীয় প্রতীক অন্যদিকে পানপাতা, ২৫ পয়সার একদিকে জাতীয় প্রতীক, অন্যদিকে রুই মাছ, ৫০ পয়সার একদিকে জাতীয় প্রতীক অন্যদিকে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি ছিল।

    তারপর ১৯৭৪ সালে এক, পাঁচ ১০ ও ২৫ পয়সার মুদ্রা আবারো বাজারে ছাড়া হয়। এসময় এক পয়সার নকশায় আগের তুলনায় পরিবর্তন আসে। এর একদিকে জাতীয় প্রতীক থাকলেও অন্যদিকে অলঙ্কারসমৃদ্ধ নকশা, পুষ্পশোভিত নিদর্শন যুক্ত করা হয়।

    ১৯৭৭ সালে এক পয়সা বাদে বাকি চারটি ধাতব মুদ্রা বাজারে আসে। এগুলোর মধ্যে পাঁচ পয়সার মুদ্রার নকশা অপরিবর্তিত থাকে। পরিবর্তন আসে অন্য তিনটি মুদ্রার নকশায়।

    ১০ পয়সার মুদ্রার একপাশে জাতীয় প্রতীক, অন্যপাশে একজন পুরুষ ও মহিলা কোলে বাচ্চাসহ একে অপরের অভিমুখে একই আসনে বসা, ২৫ পয়সার একদিকে জাতীয় প্রতীক এবং অন্যদিকে রয়েল বেঙ্গল টাইগার এবং ৫০ পয়সায় জাতীয় প্রতীক ছাড়াও ইলিশ, মুরগি, আনারস ও কলার প্রতিকৃতি যুক্ত করা হয়।

    পয়সা কি এখনো তৈরি হয়?
    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মুদ্রার চাহিদা কতটা আছে তার উপর নির্ভর করে যে ওই মুদ্রা বানানো হবে কি না। কারণ মুদ্রা উৎপাদনও বেশ ব্যয়বহুল।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে টাকা ছাপানোর জন্য খরচ হয়ছে ৩৮৪ কোটি টাকা।

    বাংলাদেশে যেসব কাগজের তৈরি ব্যাংক নোট রয়েছে সেগুলো বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে ছাপানো হয়। কিন্তু ধাতব মুদ্রা দেশে নয় বরং অন্য দেশ থেকে তৈরি করে নিয়ে আসতে হয়।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মি. আহমেদ জানান, বাংলাদেশে সবশেষ ২০১১-১২ অর্থবছরে তিনটি ধাতব মুদ্রা বিদেশ থেকে মিন্ট করে বা তৈরি করে নিয়ে আসা হয়েছে।

    এগুলো হচ্ছে এক টাকা, দুই টাকা এবং পাঁচ টাকার ধাতব মুদ্রা। এর মধ্যে এক টাকার মুদ্রা স্লোভাকিয়া থেকে, দুই টাকার মুদ্রা জাপান থেকে এবং পাঁচ টাকার মুদ্রা ফিনল্যান্ড থেকে তৈরি করা হয়েছে।

    অন্যদিকে এক টাকার চেয়ে কম মূল্যের যেসব ধাতব মুদ্রা রয়েছে, যেমন এক পয়সা, পাঁচ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা এবং ৫০ পয়সা- এগুলো তৈরি করা আপাতত বন্ধ রয়েছে।

    কারণ হিসেবে মি. আহমেদ জানান, বাজারে এসব মুদ্রার যে চাহিদা রয়েছে তার চেয়ে বেশি পরিমাণ মুদ্রা মজুদ রয়েছে।

    ধাতব মুদ্রা ব্যবহারের ক্ষেত্র বাড়ানো গেলে এর ব্যবহার বাড়তে পারে বলে মনে করেন মি. আহমেদ।

    পয়সার ব্যবহার কতটা আছে?
    এক টাকার চেয়ে কম মূল্যমানের পয়সার কোন ব্যবহার নেই। এমনকি এক টাকার কয়েনের ব্যবহারও তেমন নেই বললেই চলে।

    তবে দুই টাকা এবং পাঁচ টাকার ধাতব মুদ্রার ব্যবহার এখনো আছে।

    ব্যবহার না থাকার কারণেই ছোট পয়সার ব্যবহার চোখে পড়ে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে জনগণকে কয়েন বা ধাতব মুদ্রা ব্যবহারে উৎসাহিত করা হয়।

    এছাড়া প্রতিটা ব্যাংকের প্রতিটা শাখায় ধাতব মুদ্রা মজুদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। যাতে এসব মুদ্রা জনগণের কাছে বিতরণ বা লেনদেনের করা যায়।

    যেকোন ব্যক্তি যেকোন পরিমাণ ধাতব মুদ্রা ব্যাংক থেকে নিতে পারবেন। এতে কোন বাধ্যবাধকতা নেই।

    মি. আহমেদ জানান, যেহেতু ধাতব মুদ্রা জনগণ ও অন্যান্য ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যায়, তাই চাহিদার প্রেক্ষিতে যথেষ্ট পরিমাণ মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকে মজুদ রয়েছে। যেকোন ব্যক্তি তার চাহিদা অনুযায়ী, যেকোন ধরনের ধাতব মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন।

    তবে বিভিন্ন কারণে জনগণ ধাতব মুদ্রা বা পয়সার ব্যবহারে আগ্রহ হারিয়েছে বলে মনে করা হয়।

    বর্তমানে বাজার ব্যবস্থায় পণ্য বা সেবার দাম পরিশোধের ক্ষেত্রেও পয়সার ব্যবহার নেই। সাধারণত দাম একটি পূর্ণ অঙ্কে পরিশোধ করতে হয়, যে কারণে পয়সার ব্যবহার কমে গেছে।

    আবার ধাতব মুদ্রা ওজনে ভারী হওয়ার কারণেও অনেকে এসব কয়েন ব্যবহার করতে চান না। সূত্র : বিবিসি বাংলা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১০ ২৫ ৫০ অর্থনীতি-ব্যবসা এক কেন ধাতব নেই: পয়সার পাঁচ বাংলাদেশে ব্যবহার মতো মুদ্রার
    Related Posts
    Dollar

    ‘২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি হবে এক ট্রিলিয়ন ডলার’

    August 29, 2025
    Cal-Dal-Ata

    চালের বাজার ঊর্ধ্বমুখী, আটা-ময়দা-ডালের দামও চড়া

    August 29, 2025
    Bazar

    সবজির বাজারে অস্থিরতা, উর্ধ্বমুখী আটা-ময়দা-ডালের দাম

    August 29, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ ‘খুদ কুশি’ কাঁপাচ্ছে নেট দুনিয়া, রহস্যময় গল্পে দর্শকদের নজর!

    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ ‘ইমলি ২’-এর দ্বিতীয় সিজন, নেহার নাটকীয় চরিত্রে চমক!

    ওয়েব সিরিজ

    রোমান্স ও ক্রাইম থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ, যা আপনাকে চমকে দেবে!

    পাসপোর্ট

    বিশ্বের যেসব দেশে ঘুরতে ভিসার কোন প্রয়োজন নেই

    Info

    তথ্য ক্যাডারে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের পদোন্নতি

    ওয়েব সিরিজ

    প্রাইম প্লের নতুন ওয়েব সিরিজ, একা দেখার মত সেরা!

    আইফোন ১৭ এর উদ্বোধন: অ্যাপলের ৫টি গুরুত্বপূর্ণ ঘোষণা

    আইফোন ১৭ এর উদ্বোধন: অ্যাপলের ৫টি বড় ঘোষণা আসতে পারে

    Pamela Anderson and Liam Neeson never dated

    Pamela Anderson and Liam Neeson Romance Was a Staged PR Stunt, Report Reveals

    মডার্ন বাড়ির জন্য সেরা তিনটি তিন-door ফ্রিজ: আভিজাত্যের সাথে প্রশস্ত ডিজাইন

    মডার্ন বাড়ির জন্য সেরা Three-Door ফ্রিজ

    GF

    শুটিং সেটে সারা-আয়ুষ্মানের তুমুল ঝগড়া, ভিডিও ভাইরাল!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.