ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সাধারণ মানুষের কাছে নিম্নমানের মোবাইল ফোন বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই বিদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিম্নমানের ৪০টি মোবাইল জব্দ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আবু সাইদ। এর আগে শনিবার বিকেলে টঙ্গী-আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াং লিজুয়ান (২৮) ও ইক্সাও লিমেই (৩০)। তারা দুই জনই চীনের নাগরিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিম্নমানের মোবাইল বিক্রি করে প্রতারণা করে আসছিলেন তারা। আগেও এলাকায় নিম্নমানের মোবাইল বিক্রি করেছেন তারা। পূর্বের ভুক্তভোগী ক্রেতারা মোবাইল বিক্রি করতে দেখে তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রতারণার অভিযোগে তাদের নামে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।