Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার ডি হাস। শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পিটার হাস বর্তমানে দেশটির পররাষ্ট্র বিভাগের সিনিয়র কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। বেশ কয়েকটি ভাষায় পারদর্শী হাস এর আগে ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক হিসেবে তিনি লন্ডন, জাকার্তা, বার্লিনসহ বেশ কয়েকটি দেশে নিযুক্ত ছিলেন। একই দিন বাংলাদেশসহ আরও তিনটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দেন বাইডেন।
বিশেষজ্ঞরা বলছেন, দেশগুলোর রাষ্ট্রদূত বাছাইয়ে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদেরই নিয়োগ দেয়া হয়েছে। তবে বাইডেনের মনোনয়ন পাওয়া প্রার্থীরা সিনেটের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত নিয়োগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।