Advertisement
জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের ফোনালাপ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ড. এস জয়শংকর এ তথ্য জানিয়েছেন।
ওই টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে খু্বই উষ্ণ কথোপকথন হয়েছে। খুব শিগগিরই আমাদের যৌথ পরামর্শক কমিশন বৈঠক করবেন বলে তিনি সম্মত হয়েছেন। আমাদের দুই দেশের নেতাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব’।
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের আগস্টে তিনদিনের সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। মন্ত্রী হিসেবে জয়শংকরের সেটি ছিল প্রথম বাংলাদেশ সফর। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



