জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ও মালদ্বীপকে ঘনিষ্ঠ সহযোগী বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।
শুক্রবার সন্ধ্যায় তার টুইটার পোস্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ সবসময় খুবই ঘনিষ্ঠ সহযোগি ও আঞ্চলিক বন্ধু।
পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবিও তিনি যুক্ত করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।
প্রধানন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছুক্ষন আগে সাক্ষাৎ হলো। আমি খুবই আনন্দিত।
আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনে অংশ নেওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুই প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel