কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তথ্য বিশ্লেষণ করে সিঙ্গাপুরের ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন জানিয়েছে বাংলাদেশ ৯ মে করোনাভাইরাস থেকে ৯৭ ভাগ মুক্ত হবে।
বিশ্বের সব দেশকে নিয়েই তারা এ জরিপের তথ্য প্রকাশ করে। সিঙ্গাপুরের ওই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে, বাংলাদেশ থেকে করোনাভাইরাসের প্রকোপ শতভাগ দূর হবে ১৫ জুলাই। মে মাসের ২০ তারিখ পর্যন্ত এ মহামারি থেকে ৯৯ ভাগ মুক্তি ঘটবে বাংলাদেশের।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে জানা যায়, তারা একটি মডেল তৈরি করেছে যার নাম ‘এসআইআর’ অর্থাৎ সন্দেহভাজন-সংক্রমিত-সুস্থ। তারা বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত এ তিন তথ্যের ভিত্তিতে করোনা মহামারি থেকে কোন দেশ কখন মুক্ত হবে তার তারিখ নির্ধারণ করেছে। তারা আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা ওয়েবসাইট থেকে এসব তথ্য সংগ্রহ করছে। কোড নিয়েছে মিলান বাতিস্তা থেকে।
এ কোড নিয়ে তা স্যার মডেলে বসিয়ে এ রোগের বিস্তার পর্যবেক্ষণ করেছে। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পদ্ধতি ব্যবহার করেছে এ মহামারি কখন কোন দেশে শেষ হবে তা জানতে। তবে তাদের এ পর্যবেক্ষণ শুধু শিক্ষা এবং গবেষণা কাজে ব্যবহারের জন্য বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়টি।
এ পর্যবেক্ষণে বাংলাদেশে করোনার সংক্রমণ ২৩ এপ্রিলের পর বড় আকারে দেখে দেবে বলে জানান হয়। তবে রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এর সংক্রমণ ৯৭ শতাংশে নেমে আসবে মে মাসের ১১ তারিখে। ইতালিতে এ তারিখ মে ৭। আর গোটা পৃথিবী থেকে কভিড-১৯ দূর হবে ডিসেম্বরের ৮ তারিখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



