স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দল (নারী ও পুরুষ), ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্পন্সর হলো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ’। বুধবার (৭ এপ্রিল) এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (নারী ও পুরুষ), বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কিটে থাকবে দারাজের লোগো। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দলের কিটস পার্টনার হিসেবে থাকবে। আজ থেকেই শুরু হওয়া এ স্পন্সরশিপ কার্যকরী থাকবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।