স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় ব্যাঙ্গার। সম্প্রতি তাকে টাইগারদের টেস্ট দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তাবে প্রথমে সম্মতি দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
ব্যাঙ্গার বলেন, বিসিবি আমাকে ৮ সপ্তাহ আগে প্রস্তাব দেয়। কিন্তু ইতিমধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। আমি মনে করি, এটি আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে ভারসাম্য আনতে সাহায্য করবে। তাই বাংলাদেশের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি।
তবে ভবিষ্যতে তামিম-মুশফিকদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে ভারতের সাবেক ব্যাটিং কোচের। তিনি বলেন, ভবিষ্যতে বিসিবির সঙ্গে কাজ করতে চাই আমি।
বাংলাদেশ ওয়ানডে ও টি টোয়েন্টি দলের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন নিল ম্যাকেঞ্জি। বিসিবি এখন চাইছে টেস্ট দল নিয়েও কাজ করুন তিনি। কিন্তু তিন ফরম্যাটে টাইগারদের দায়িত্ব নিতে চাচ্ছেন না দক্ষিণ আফ্রিকান কোচ। দুই সংস্করণের বেশি দায়িত্ব পালন করতে চান না তিনি।
সেই কারণেই ব্যাটিং পরামর্শদাতার সন্ধানে নেমেছিল বিসিবি। ব্যাঙ্গারের সঙ্গে সবকিছু প্রায় ঠিকঠাকও হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ মুহূর্তে ভোল পাল্টালেন ভারতীয় ক্রিকেট মস্তিষ্ক।
তথ্যসূত্র : পিটিআই/ক্রিকবাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।