চাকরি ডেস্ক : রাজস্ব খাতে ৫৪ ক্যাটাগরির পদে মোট ৩১৯ জনকে নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আবেদন করতে হবে অনলাইনে ১
মহাব্যবস্থাপক (৫৬৫০০-৭৪৪০০ টাকা) ২ জন, আঞ্চলিক পরিচালক (৫৬৫০০-৭৪৪০০ টাকা) ১ জন; এ দুই পদের যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। উপমহাব্যবস্থাপক অথবা সমমান পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ কোনো সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধান নকশাবিদ (৫০০০০-৭১২০০ টাকা) ১ জন, ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি ও ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উপনিয়ন্ত্রক (৪৩০০০-৬৯৮৫০ টাকা) ১ জন, দ্বিতীয় শ্রেণির এমকম/এমবিএ (হিসাববিজ্ঞান/ফিন্যান্স) ও সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
উপপ্রধান প্রকৌশলী (৪৩০০০-৬৯৮৫০ টাকা) ১ জন, দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
সম্প্রসারণ কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ২৭ জন, দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
হিসাবরক্ষণ কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ৫ জন, হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ফিন্যান্স/ব্যবস্থা প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
মনিটরিং কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ২ জন,
প্রশিক্ষণ কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ১ জন,
অ্যানালিস্ট (২২০০০-৫৩০৬০ টাকা) ১ জন, প্রযুক্তি কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ১ জন, কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ১ জন,
প্রমোশন কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ১৩ জন, সহকারী প্রকৌশলী (২২০০০-৫৩০৬০ টাকা) ৪ জন, জনসংযোগ কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ১ জন; এই পদগুলোর জন্য কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
শিল্পনগরী কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ৪ জন, মূল্যায়ন কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ২ জন, জরিপ ও তথ্য কর্মকর্তা (২২০০০-৫৩০৬০ টাকা) ২ জন, সহকারী প্রকৌশলী সিভিল (২২০০০-৫৩০৬০ টাকা) ৩ জন; পদগুলোর জন্য কমপক্ষে দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি থাকতে হবে।
টেকনিক্যাল অফিসার/কারিগরি কর্মকর্তা (১৬০০০-৩৮৬৪০ টাকা) ৩২ জন, উপসহকারী প্রকৌশলী (১৬০০০-৩৮৬৪০ টাকা) ১ জন, ড্রাফটম্যান (১৬০০০-৩৮৬৪০ টাকা) ১ জন; ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।
মাস্টার টেকনিশিয়ান (১৬০০০-৩৮৬৪০ টাকা) ২ জন, সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।
কারিগরি কর্মকর্তা (১২৫০০-৩০২৩০ টাকা) ৩ জন, মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তসহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী।
নকশাবিদ (১২৫০০-৩০২৩০ টাকা) ৩ জন, ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির বিএফএ ডিগ্রি অথবা ফ্যাশন ডিজাইনে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। ডিগ্রিধারীদের আগাম ৩টি ইনক্রিমেন্ট দেওয়া হবে।
মাস্টার ক্রাফটসম্যান (১১০০০-২৬৫৯০ টাকা) ৫ জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (১১০০০-২৬৫৯০ টাকা) ২ জন, কমপক্ষে এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাপিং ইত্যাদির ক্ষেত্রে গতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
হিসাব সহকারী (১০২০০-২৪৬৮০ টাকা) ৩ জন, হিসাবরক্ষক তথা কোষাধ্যক্ষ (১০২০০-২৪৬৮০ টাকা) ২২ জন, স্টোরকিপার কাম হিসাব সহকারী (১০২০০-২৪৬৮০ টাকা) ৬ জন, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি (অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদেরও বিবেচনা করা হতে পারে)।
পরিদর্শক (১০২০০-২৪৬৮০ টাকা) ১ জন, উচ্চমান সহকারী (১০২০০-২৪৬৮০ টাকা) ১ জন, ডরমিটরি সুপারিনটেনডেন্ট (১০২০০-২৪৬৮০ টাকা) ১ জন; স্নাতক ডিগ্রিধারী।
বিক্রয় সহকারী (৯৭০০-২৩৪৯০ টাকা) ২ জন, বাণিজ্যে স্নাতক।
নির্বাহী সহকারী (৯৩০০-২২৪৯০ টাকা) ১ জন, এইচএসসি/ সমমান।
ডাটা এন্ট্রি অপারেটর (৯৩০০-২২৪৯০ টাকা) ১ জন, এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
টেকনিশিয়ান (৯৩০০-২২৪৯০ টাকা) ১১ জন, এইচএসসি পাসসহ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ট্রেড কোর্স পাস।
ক্রাফটসম্যান (৯৩০০-২২৪৯০ টাকা) ২ জন, ৩ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস। ক্রাফটসের কাজে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল।
নকশা সহকারী (৯৩০০-২২৪৯০ টাকা) ৬ জন, কমার্শিয়াল আর্ট এবং নকশায় ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এসএসসি পাস।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯৩০০-২২৪৯০ টাকা) ৬৫ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯৩০০-২২৪৯০ টাকা) ৩ জন, রিসিপশনিস্ট কাম টেলিফোন অপারেটর (৯৩০০-২২৪৯০ টাকা) ১ জন; পদগুলোর জন্য এইচএসসি পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি বাংলা ও ইংরেজিতে মিনিটে ২০ শব্দ। বিভাগীয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
গাড়িচালক (৯৩০০-২২৪৯০ টাকা) ২ জন, অষ্টম শ্রেণি পাস এবং সেই সঙ্গে হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট।
ডার্করুম সহকারী (৯০০০-২১৮০০ টাকা) ১ জন, ফটোগ্রাফিক যন্ত্রপাতি পরিচালনায় প্রশিক্ষণসহ এসএসসি পাস।
দক্ষ তাঁতি (৮৮০০-২১৩১০ টাকা) ১৩ জন, অষ্টম শ্রেণি পাস। নন-ট্রেড/সার্টিফিকেট পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পাম্পচালক (৮৮০০-২১৩১০ টাকা) ১৮ জন, পাম্প মেশিন চালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
কারিগরি সহকারী (৮৫০০-২০৫৭০ টাকা) ৬ জন, অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার।
ফিল্ডম্যান (৮৫০০-২০৫৭০ টাকা) ৪ জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড বিষয়ে ২ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
ফিল্ড স্টাফ (৮২৫০-২০৫৭০ টাকা) ১ জন, অষ্টম শ্রেণি পাসসহ ২ বছরের অভিজ্ঞতা।
বার্তা বাহক (৮২৫০-২০৫৭০ টাকা) ২ জন, অফিস সহায়ক (৮২৫০-২০০১০ টাকা) ৩ জন, গার্ডেনার (৮২৫০-২০০১০ টাকা) ৪ জন, হেলপার (৮২৫০-২০০১০ টাকা) ১৬ জন, পরিচ্ছন্নতাকর্মী (৮২৫০-২০০১০ টাকা) ১ জন; পদগুলোর জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে htttp://bscic.teletalk.com.bd ওয়েবসাইট থেকে, ১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে। আবেদন ফরম পূরণ, ফি জমা ও অন্যান্য তথ্য এ সাইটেই পাওয়া যাবে।
নিয়োগপ্রক্রিয়া
নিয়োগপ্রক্রিয়া কেমন হবে—এ বিষয়ে জানতে চাইলে বিসিকের সচিব মোস্তাক আহমেদ বলেন, ‘কোন কোন পদের জন্য প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা হবে; আবার কোন কোন পদে শুধু ভাইভা হবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে বৈঠকের মাধ্যমে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
নিয়োগ বিজ্ঞপ্তি এই লিংকে : bscic.teletalk.com.bd/doc/Advertisement_BSCIC.pdf
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।