মোহাম্মদ আল আমিন : একসময় সারাবাংলায় জনপ্রিয় খেলা ছিল ঘোড় দৌড়ের প্রতিযোগিতা। পশ্চিমাবিশ্ব কিংবা ইউরোপের মতো বাংলাদেশেও রেসের ঘোড়াগুলো ছিলো দেখার মত। কিন্তু এখন এই খেলার জনপ্রিয়তা কমেছে।
বাংলাদেশের উত্তর, পুর্ব ও পশ্চিম এলাকার জেলা গুলোতে সাধারণত ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এই আয়োজন গুলো গ্রামের সাধারন মানুষরাই করে থাকে।
বিশেষ করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গবিন্দাসী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে এই খেলা এখনও তুমুল জনপ্রিয়। প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে ওই গ্রামে ভিড় জমান হাজারো দর্শক।
অনেকেরই দাবি, এই প্রতিযোগিতার আয়োজন যেন প্রত্যেক বছরই করা হয়। অন্যদিকে আয়োজকরা বলছেন পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা না পেলে ভবিষ্যতে এ খেলা আয়োজন করা ।সম্ভব নয়।
সাময়িক বিনোদনের জন্যই গ্রামের মানুষ এর আয়োজন করে থাকে। প্রতি বছর ফসল কাটা শেষে অর্থাৎ বৈশাখ শেষে টুর্নামেন্টেটি মাঠে গড়ায়। যেখানে গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের মধ্যে একজনকে বিজয়ী ঘোষণাও করা হয়ে থাকে।
বহুল প্রচলিত এই খেলাটি গ্রাম অঞ্চলে প্রতিবছর হয়ে থাকলেও আজ তা বিলুপ্তের পথে। প্রশাসন বা সরকারের কাছ থেকে কোন সহযোগিতা না পাওয়ায় দিন দিন বাংলাদেশ থেকে জনপ্রিয় এই খেলাটি হারিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।