জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে দিনদিন বেকার সংখ্যা বেড়েই চলছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বেকারত্বের হার বাংলাদেশেই বেশি। ২০১০ সালের পর থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও ভুটান এ হার কমিয়ে এনেছে। ভারতে স্থিতিশীল থাকলেও বেড়েছে বাংলাদেশ।
এবার বেকারদের জন্য সুখবর হচ্ছে, জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ‘সাঁটলিপিকার কাম-কম্পিউটার’ অপারেটর পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে আগামী ১৪ জানুয়ারি, ২০২০ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি লিখনে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে শব্দের গতি ৭০ ও ১০০ এবং টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি যথাক্রমে ২৫ ও ৩০
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের ঠিকানা: প্রার্থীকে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ জানুয়ারি, ২০২০ পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।