১১ মার্চ মঙ্গলবার ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম রি-ইস্যু অনুষ্ঠান হতে যাচ্ছে। এটি মূলত বাংলাদেশ ব্যাংকের পাঁচ বছর মেয়াদী গভারমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় যে, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হতে যাচ্ছে। এই নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিড দাখিল করতে পারবে। তবে তাদের সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ প্রাপ্ত হতে হবে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। তারা প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিডি দাখিল করার সুযোগ পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


