বাংলাদেশ ব্যাংকে ২ ডেপুটি গভর্নর নিয়োগ

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নর হিসেবে জাকির হোসেন চৌধুরী ও ড. কবির আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। এরআগে তারা দুজনই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্তরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তাদের যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।