জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে ‘সিএমএসএমই খাতে মেয়াদী বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য ৭% মুনাফায় বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সম্প্রতি সম্পাদিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) মোঃ জাকের হোসেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।