বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে প্রেসিডেন্ট লুলা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
দুই নেতা বৈঠকে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য মোকাবিলা, গভীর সমুদ্রে মাছ ধরা, আসন্ন কপ-৩০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস লুলা দা সিলভার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বিষয়টি চমৎকার হবে। ব্রাজিল প্রেসিডেন্ট তার নাগরিকদের সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা নিতে আগ্রহী বলে জানান।
এছাড়া, ড. ইউনূস বৈঠকে তার ব্রাজিল সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। প্রেসিডেন্ট লুলা তাকে কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তবে প্রধান উপদেষ্টা জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে ব্যস্ত থাকায় তিনি কপে অংশ নিতে পারবেন না।
বৈঠকে এফএও’র ২০২৫ সালের বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবেও বক্তব্য রাখেন দুই নেতা।
ভারতীয় আধিপত্যের বাইরে থাকা দলের সঙ্গে জোট ভাবছে এনসিপি: সারজিস আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।