জুমবাংলা ডেস্ক : জাতীয় দিবস পালনে বাংলা দিন-তারিখ ব্যবহারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
মন্ত্রিপরিষদ সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
আইনজীবী বলেন, ভাষার মাসেও মাতৃভাষা বাংলা সব জায়গায় উপেক্ষিত হওয়ায় বিষয়টি নিয়ে রিট করেন চুয়াডাঙ্গার নষ্কর আলী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।