আন্তর্জাতিক ডেস্ক: ছোট থেকে ভেঙ্কটেশের নামের এক যুবকের ইচ্ছা ছিল স্পোর্টস বাইক কেনার। কিন্তু বাইকের দাম অনেক। ইচ্ছে হলেও তাই কেনার সামর্থ্য ছিল না। এ কারণে শখপূরণের জন্য একটু একটু করে অর্থ জমাচ্ছিলেন তিনি। তবে বেশি নয়। মাত্র ১ রুপির কয়েন জমাতে শুরু করেন তিনি ।
এভাবেই তিনি বড় আকৃতির ১১২ ব্যাগভর্তি কয়েন জমিয়ে ফেলেন । সম্প্রতি সেই কয়েন দিয়ে ২ লাখ ৮৫ হাজার রুপির স্পোর্টস বাইক কিনেছেন ভেঙ্কটেশ।
ভারতের তেলেঙ্গানার রামকৃষ্ণপুরের বাসিন্দা ভেঙ্কটেশ । বর্তমানে তিনি পলিটেকনিকে পড়ছেন। অন্য সব যুবকের মতোই স্পোর্টস বাইক কেনার শখ হয়েছিল ভেঙ্কটশের। কিন্তু স্বপ্ন ও বাস্তব এক না। অত টাকা ছিল না তার কাছে। আয়ও তেমন নেই। এই অবস্থায় বিষাদগ্রস্ত না হয়ে তিলে তিলে অর্থ জমানোর সিদ্ধান্ত নেন তিনি।
সেই অনুযায়ী ১ রুপির কয়েন জমানো শুরু করেন। সারাদিনে যখনই সুযোগ পেতেন ১ রুপির কয়েন জমা রাখতেন। বেশ কয়েক বছরে তা বিরাট পরিমাণে দাঁড়ায়। এরপরেই গোপন ইচ্ছা প্রকাশ্যে আনেন ভেঙ্কটেশ। শখের স্পোর্টস বাইক কিনতে বাইকের দোকানে হাজির হন তিনি।
সম্প্রতি ১১২ ব্যাগ এক টাকার কয়েন নিয়ে বাইকের দোকানে উপস্থিত হয়েছিলেন ভেঙ্কটেশ। এতগুলি ব্যাগ শোরুমে আনতে তাঁকে সাহায্য করেন বন্ধুরা। প্রথমে বিপুল পরিমাণ খুচরা রুপি দেখে ঘাবড়ে গিয়েছিলেন শোরুমের লোকজন। যদিও পরে বাইকের প্রতি ভেঙ্কটেশের ভালবাসা দেখে খুচরার বিনিময়েই তাকে বাইক বিক্রি করতে রাজি হন তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশের আনা ১১২ ব্যাগ ১ টাকার কয়েন গুনতে দিনের অর্ধেক ফুরিয়ে গিয়েছিল। রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন শোরুম কর্মীরা। তবে সার্থক হয় ভেঙ্কটেশের স্বপ্ন। কারণ বাইকের জন্য জমানো ২ লাখ ৮৫ হাজার রুপি দিয়েই পরিশোধ করেছেন দাম। এরপরই শোরুমের কর্মীরা যুবকের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নের বাহনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।