আন্তর্জাতিক ডেস্ক : উচ্চবর্ণের এক ব্যক্তির বাইক স্পর্শ করায় দলিত শ্রেণির এক ব্যক্তিকে বিবস্ত্র করে বেধড়ক পিটিয়েছে এক দল জনতা। এই ঘটনা ভারতের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শনিবার দেশটির বেঙ্গালুরু থেকে ৫৩০ কিলোমিটার দূরে, কর্নাটকের বিজয়পুর জেলায় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে ওই ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে সমালোচনার ঝড়।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাইক স্পর্শ করার অপরাধে উন্মত্ত জনতা লাঠি, জুতো দিয়ে মারছে মাটিতে লুটিয়ে পড়া ওই দলিত ব্যক্তিকে। করা হয়েছে বিবস্ত্র। কয়েক জন তাকে ধরে রেখেছে আর বাকিরা মারছে।
নির্যাতনের শিকার ওই দলিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ অফিসার অনুপম আগরওয়াল বলেছেন, মিনাজি গ্রামে এক দলিত ব্যক্তিকে নিগ্রহের জন্য নৃশংসতার মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ, এক উচ্চবর্ণের ব্যক্তির বাইক ভুলবশত ছুঁয়ে ফেলেছিলেন তিনি। তার পর এক দল ব্যক্তি তাকে নিগ্রহ করে।
পুলিশে করা অভিযোগে ১৩ জন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জন অভিযুক্তকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


